পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 লয়লা মজুনু । ন জানি কি হবি শেষে | কি পুড় পড়িল, কি মতি করিলি, তোর সে সকলি ঠাট । করি পাঠ ছল, করিলি কেবল, সদা পিরীতের নাট । তোর পিতা সাধু, তার তুল্য সাধু, ,ভূমণ্ডলে নাহি আর । অীহ মারি মরি, ত্ৰি জগত ভরি, . কলঙ্ক রটিল তার ৷ যে কাল সাপিনী, বিষম পাপিনী, জন্মেছিস মোর ঘুরে । ধিক থাকু মোরে; ধিক থাকু তোরে ধিক থাকু এ উদরে । কি হল বালাই, ভাবিয়ে না পাই, লাজ রাখিবার ঠাই । ওমা বসুন্ধরা, বিদর গে1 স্বরা, তাহাতে মিশায়ে যাই ৷ অাই ম| কি লাজ, করিলি যে কাজ, খেলি এ মায়ের মাত । করি বিষ প্লান, ত্যজিব কি প্রণ, কি বাদ সাধিল ধতি ৷