পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्ाङ्कटत भङ् । ハ○3 প্রেম স্বধী, পামে ক্ষুধা আমুরে তাজেছে । সদা মন, উচাটন, তোমার বিরহে । দুঃখানল, করি বল, মনঃপ্রাণ দহে ॥ প্রেমদায়, প্রমদায়, করিবারে স্ত্ৰাণ । অপৰূপ, ষোগিন্ধপ ধরেছ ধীমান ॥ কলেবরে, শৈাভ করে,ওতো ভস্ম নয় । বুঝি কাম, গুণধাম, রেণুৰূপী হয়।• তব সঙ্গে, রস রঙ্গে-প্রেমেতে মজিয়ে , কুলে ছাই, দিয়ে যাই, যোগিনী সাজিয়ে ৷ তব পদ, কোকনদ, করিব হে সেবা । তব সমু বন্ধু মস.আর.আছে কেবা ॥ বিরহিণী, অনাথিনী, দেখিয়ে অামায় । বন্ধু যারা, ছিল তারা, শত্র হল হায় ॥ পুষ্পেপাদ্যান, হরে জ্ঞান, বর্ষে যেন তীর { স্বধ করে; করে করে, দহন শরীর ॥ পিক কুল, প্রতিকুল, হয়েছে আমায় । তাঁর স্বর, যেন শর, হানে মোর কায় ॥ আর প্রাণ, কুল মান, রহে না আমার । শুদ্ধ আছি, প্রোণে বাচি, আশায় তোমার । তিরষ্কার, সবাকার, সয়েছি সদাই । তব মুখ, ভাবি দুখ, কিছু হয় নাই ॥