পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जङ्गल्ला भञ्जुर ! 曾多 কন্যা সম্প্রদানে তবে করে আয়োজন | প্রফুল্পিত সৰ্ব্ব জনে নাহি দুঃখলেশ । মুখের সাগর নীরে ভাসিল নরেশ । স্বমঙ্গল ধ্বনি করি দকিব ফুকারে । শেলাম জাৰায় ফিরি প্রতি স্বারে দ্বারে । নর্তকে নাচিছে তালে গায়ক গাইছে। কাড় ঢোল নহবত সতত ৰাজিছে । ইতি মধ্যে আসি এক-কুকুর ত্বরায় r নিৰ্ভয়েতে রঙ্গ করি প্রবেশে সভায় ॥ অপূৰ্ব কুকুর দেখি মজস্ব স্বজন । সভাসদে জিজ্ঞাস করিল সেইক্ষণ । জাহামরি কুকুরের হেরি কি লাবণ্য । পুষেছে ইহারে ষেবা সেই জন ধন্য। সভ৷ মধ্যে কহে কেহ শুনিয়ে বচন । লয়লার প্রিয় অতি করে.সে স্বতন ॥ স্নেহ ভাবে সদা রাখে নিকটে আপন । ইহ' লয়ে বিভাবরী করয়ে যাপন ৷ শুনিয়ে মজ নর মনে ভাব উপজিল । প্রিয় প্রিয় কুকুরেরে আলিঙ্গন দিল । চুম্বন করিয়ে করে বক্ষেতে ধারণ । তদন্তরে করিলেন মস্তকে স্থাপন ।