পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুত্ব । জিনিয়ে স্বপক্ষ বিশ্ব তার ওষ্ঠাধর । দশন মুকুতা পাতি জিনি মনোহর । মৃদু হাসে তমে নাশে নিনি সৌদামিনী । কোকিল বিকল করি অমৃত ভাষিণী ॥ ভুজলত দেখিরে লাল অভিমানে । জলে প্রবেশিল.গিয়ে বিকলিত প্রাণে । স্তনের তুলনা তার করিচুস্ত নয়। তবে কেন অঙ্ক শের শাস্তি তায় হয় । জিনিয়ে ডমরু চারু হরি মধ্য স্থান । মাজ খানি বিধি তার করেছে নিৰ্ম্মাণ । মরি কিবা গভীর নাভি সরোবর । থরে থরে ত্রিযলির শোভা মনোহর । নিতম্বের শোভা তার কি বর্ণিব অরি। হতে পারে মা ৮ীর মহী কি তুল্য তার ॥ " রামকদলীর তৰু সরল বেঙ্গ কয় । ব রিকর জিনি উরু চারু অতিশয় । কোকনদ জিনি তার চরণ যুগল । কণক চম্পক জিনি অঙ্গ,লী সকল । গজেন্দ্র মরাল জিনি মুচারু গামিনী । সে ৰূপের তুল্য নহে স্থির সৌদামিনী ॥ হাৰ হাস লাবণ্য মাধুৰ্য্য ভঙ্গী ভাব। థీసి