পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

48 লয়লা মজুনু । লয়লা ভাবিছে মনে একি হল দায় । প্রাণপ্রিয় পুতি মম রহিল কোথায় ৷ হায় কি হইল মোরে সে জন বিহনে । অন্য কারে নাহি জানি,শয়নে স্বপনে । অন্যেরে বিবাহ দিবে একি ঘোর দায় 4 কি আর কহিব আমি সে পিতা মাতায় ৷ একুে মোর লেগে আছে কপালে আগুণ । আবার ইহান্তে তাহ বাড়িল দ্বিগুণ । এই ৰূপ চিন্ত করে গোপনে বসিয়ে । মৌন ভাথে রহে সদ। দুঃখিত হইয়ে । সখীগণ মেলি কভু পরিহাস করে । এত দিনে পেলে তুমি মনোমত বরে ॥ অনিন্দিত সৰ্ব্বজনে আমোদ প্রমোদে । মনদুঃখে রহে কন্যা পড়িয়ে বিপদে । নর্তক নৰ্ত্তকী কত সুরসে নাচিছে , কলিয়াত আদি যত গায়ক গাইছে । গাইছে সপ্তম স্বরে নাহি তালে ভঙ্গ । ভাড়ে করে ভীড়ামি করিয়ে কত রঙ্গ ! এমন সময়ে তবে পত্রি মিত্ৰগণ । সাধু প্রতি কহে সবে বিবাহ কারণ ॥ শুভক্ষণে শুভ কৰ্ম্ম কর সমাপন ।