পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুম্ম । ዓ¢ কন্যার বিবাহ দিতে উচিত এখন । অনুমতি পেয়ে সবে প্রফুল্প হইল । স্থপ স্থত সঙ্গে করি সভায় আইল । সাধুর গৃহিণী হয়ে হরষিত মতি। ঘটকিনা প্রতি শীঘ্ৰ করে অনুমতি । লহ বস্ত্র আভরণ অতি ত্বর করি । সাজাও যতনে আজি লয়লা সুন্দরী ॥, ঘটকিনী যায় তবে লয়লার কাছে । • দেখে ধনী মৌনেতে মাটীতে বসি আছে । ঈষত্ হাসিয়ে গিয়ে নিকটে বসিয়ে ৷ ” আঁকি ঠারি মৃদুভাষে কহে বিনাইয়ে ৷ দিয়াছেন বিধি তোরে যৌবনের ভর । যুবক বিহীন'হলে সকলি আসার । 'রসিক রাজনবর এসেছে সভায় । প্রেমামৃত রসে শীঘ্র সুস্থ,কর তায় । নবীন যুবতী তুমি কিসের কারণ । হরণ করিছ কাল বল অকারণ { আজি তব শুভ দিন বিবাহ হইবে । স্থধাকর কুমুদিনী একত্রে মিলিবে । হে নব ললনা দেখ এ মুখ সৰ্ব্বরী। বিফলেতে নষ্ট হয় আহ৷ মরি মরি ॥