পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুন । A: বহ্লি জিনি বহে শ্বাস, আলু থালু কেৰ্ণ বাস, লাজে খেদে.নেত্ৰ ভাসে জলে । কন্যা দেখি উন্মদিনী হয়ে অতি বিষাদিনী, ঘন শিক্ষর করাঘাত করে । বলে ওলো নিখুজনি, হলি কুল কলঙ্কিনী, কি ক্ষণে জন্মিয়ে মোর ঘরে । " কেন এ কুমতি তোর, হইলি পাগল ঘের, প্রমাদ পাড়িলি ভাল শেষে । ভাল পড় পড়েছিলি, ওই বিদ্য! কি শিথিলি, কলঙ্ক রটালি দেশে দেশে । সকলে শুনি এ কথা, নিন্দ করে যথা তথ1, ছর খায় হল কুল মান । শুনিলে সাধু এ কথা, পাইবে মরমে ব্যখl, হবে তার অতি অপমান ৷ ” হায় কে সাধিল বাদ, প্রমোদেতে কি প্রমাদ, কতই গঞ্জন আর সব । ভোরে বৃথা করি রেষি, মোর কপালের দোষ, ইঙ্গ আঁমি কারে আর কব । কে না যায় পাঠাগারে, বিদ্যা লাভ করিবারে, তুই বিদ্যা এই কি শিখিলি । শুদ্ধ করি প্রেম তত্ত্ব, হলিলে বিষমোক্ষ্মত্ত, •