পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুহু । *> মাতার প্রতি লয়লার উত্তর । حه چه هس মতি যত কহে, কন্যা মৌনে রহে, কেবল মজুম ধ্যান । আঁকি ছল ছল, কাদিয়ে বিকল, সেই ভিন্ন নাহি জ্ঞান ৷ কেঁদে কহে ধনী, শুনগে। জননি. কেন কহ কুবচন । তাহার পিরীতে, মজায়েছি চিতে; সেই মম প্রাণ ধন ॥ সেই মম পতি, নাহি অন্য গতি, নাহি অন্যে প্রয়োজন { ভাবিয়ে না পাই, কোথা গেলে পাই, সেই মম প্রিয়জন । প্রপাদ তাহার, জানি অামি সার, সেই পদে মতি গতি । সেই ধ্যান জ্ঞান, সেই মম প্রাণ, সেই সে অামার পতি । জানে জগজন, লয়লার মন, মজেছে মজুহ প্রতি । কেন বাক্য শর, হান নিরস্তর,