পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

みか。 লয়লা মজুম্ম । এত বলি হাস্য অাস্যে হইয়ে বিদায় । মজল উদ্দেশে বুড়ী দ্রুত বনে যায় ৷ রোদন বদনে বলে করিয়ে প্রবেশ । ভ্ৰমিয়ে বেড়ায় যেন পাগলিনী”বেশ । ভ্ৰমিতে ভ্ৰমিতে হেরে কুমারে তথায় । ধুলায় পড়িয়ে অাছে যেন শব প্রায় ॥ নাহি জ্ঞান অচেতন হয়ে শক্তি হীন । জলাভাবে যে ৰূপেতে পড়ে থাকে মীন ॥ প্রেয়সীর ভাব মনে ভাবিতে ভাবিতে । অচেতনে শয়ন করেছে ধরণীতে ॥ মক্ত ন নিকটে বুড়ী গিয়ে করি ছল । স্থল। মাখ বাণী কহে নেত্রে ঝরে জল ॥ আমার বচন শুন ওরে বাছাধন। " কেন ক্লেশ পাও অর লয়লার কারণ ! সেতে স্বীয় প্রিয় সহচরীগণ সঙ্গে । ” মনের হরিষে হরিতেছে কাল রঙ্গে । জনক জননী ত্যজি কাননেতে আসি । যার প্রত্যাশাতে তুমি হলে বনবাসী । বিভা করিয়াছে সেই নৃপতি নন্দনে । তোমাকে সে মনে যাদু না করে স্বপনে । যার তরে বাপধন তুমি দুঃখী অতি ।