পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুলু । ›ዓ সেই স্থানে রহিলেন বিষাদিত অতি ॥ পত্নীর বিরহানলে হয়ে প্রজ্জ্বলিত । কবরের পাশে রহে স্তত দুঃখিত ॥ প্রতিদিন পুৰ্ব্বকার পণ অনুসারে। ধুল ঝাড়ে সন্ধ্যা দেয় কবরের ধারে । একপেতে গত হয় কতেক অয়ন । কোন জন নাহি জানে বিশেষ কারণ " অস্তুত কাহিনী এবে শুন বাছ ধল । প্রভুর কৌতুক বুঝে হেন কোন জন । প্রভু সখা এক জন নছি অভিধান। একাকি সে পথে করেছিলেন প্রয়াণ ॥ গোর সন্নিধানে যুববর বসি ছিল। প্রভু সখী হেরি তরে জিজ্ঞাসা করিলা ॥. কহ বন্ধু সত্য করি কিবা তব নাম। কাহার নন্দন তুমি কোন স্থানে ধাম । কিবা প্রয়োজন হেতু বিরস বদনে । অধোমুখে বসে অtছ গোরের সদনে । এত শুনি কহে যুব কাদিতে কঁাদিতে । মম সম দুভাগ। নাহিক পৃথিবীতে। কি কহিব মহাশয় গুণের সাগর । cদখ দেখ এই সম fপ্রয়ার কবর ॥