পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ネ8 লয়লা মজনু । উথলিল প্রমার্ণব হৃদয় মন্দিরে । যুগল নয়ন ভাসে অনিবার নীরে । কহে আহি আহি ওরে নিদরুিণ বিধি । হাতে দিয়ে হরে নিল পুনঃ প্রাণ নিধি ॥ এই ছিল প্রাণপ্রিয়া হৃদয়েতে মোর । কোথ! গেল হায় হায় একি দুঃখ ঘোর ॥ প্রাণকান্ত ৰুপ এই করিন দর্শন । নেত্ৰ মিলি নাহি হেরি এ তার কেমন ॥ এই ৰূপে গুণমণি হইয়ে কাতর। অতি বিষাদিত হয়ে কঁদিল বিস্তর। চঞ্চল হইল চিত্ত ব্যাকুল অন্তর। অন্তরে প্রিয়ার ৰূপ জাগিল সত্বর | উন্মাদের ন্যায় ত্যজি নিবিড় কানন। নগর ভিতরে মজনু করিল গমন । ক্রমে ক্রমে ভ্ৰমে মজনু দণ্ডধরিবেশে । প্রতি ঘরে ঘরে ভ্রমে প্রিয় প্রেমাবেশে । কহে ৰূপ ভিক্ষ মোরে দিবে কোন জন । কাতর হয়েছি প্রিয় ৰূপের কারণ | কয়েষে হেরিয়ে নগরের শিশুগণ । মার মার করি সবে আইল তখন II কেহ ধুল দেয় কেহ ঢিল মারে গায় ।