পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজুন । ァこ> এৰূপে ভংসন মজুনু করিয়ে দ্বারিরে । ক্স গতঈশ্বরে স্তব করে ধীরে ধীরে ॥ জয় জয় জগদীশ জগত আধার। জগজন প্রাণধন সকলের সার ॥ তুমি বিশ্বৰূপ বিশ্বেশ্বর বিশ্বস্তুর। দেবের দেবত। তুমি অনাদি ঈশ্বর । দুৰ্ব্বলের বল বিভু নিধনের ধন। পুণ্যযানে ফলদান কর অনুক্ষণ। কৃপ:কল্লি কুপাকর কর কৃপা দান । দ্বারিভুজ সুস্থ করি রাখ মম মান । কয়েসের স্তবে প্রভু সদয় হইল । বিপদ হইতে দ্বারা নিস্কৃতি পাইল । রসবতী কয়েসের মহিমা দর্শনে । প্রভুর পরম ভক্ত বুঝিলেন মনে ॥ পরম সাধক সেই জানিল তখন । মনে মনে মুবদনী করেন চিস্তন । পরম সৌভাগ্যে মজুনু মম প্রিয়বর ! মম সম ভাগ্যবতী নাহি ধরাপর।। সংগোপনে প্রিয় মোর বিহরে সংসারে । সিন্ধুমধ্যে রত্ন থাকে কে জানে তাহারে । প্রভু প্রিয়োত্তম মধ্যে এই মহাজন ।