পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

為@ 3 লয়লা মজুনু । প্রিয় গলে পৃপহার করেন অর্পণ ! চন্দল হুগন্ধি পুষ্প লয়ে নিজ করে। যেন প্রিয় দাড়াইয়। নিদ্রা ভঙ্গ করে } এই ৰূপ স্বপ্নে মজনু করি নিরীক্ষণ । অচfস্বতে জাগিয়ে উঠিল ততক্ষণ ৷ জাগ্রত হইয়ে নেত্ৰে নাহি হেরে পুন। বিরহ আগুণ মনে জ্বলিল দ্বিগুণ ৷ প্রেয়সীর নাম যেন হল জপমালা । কাদিয়ে কাদিয়ে চলে যেন মাতয়াল । দুঃখানলে দহে প্রাণ ঘন বহে শ্বাস । নিবিড় গহনে ধীর করিলেন বাস ॥ প্রেয়সীর রূপ সদা মনেতে উদয় । পশু পক্ষি বৃক্ষ সনে দুঃখ কথা কয় ॥ এখানে লয়ল। ধনী থাকিয়ে ভবন । একাকিনী প্রেমময়ী করেন ক্ৰন্দন । , বিষম সমরে প্রাণ ত্যজে বহুজন । অবশিষ্ট ছিল যারা করে পলায়ন । অমলোক তথা তার নাহি কোন জন । fবষদে ৰাকুল প্রাণ সজল লোচন । ধুলায় লোটায় ধনী কাতর জীবন । প্রবোধ করিতে তথা নাহি এক জন ৷