পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু । ン(t登 তথা হতে চলে ধনী ব্যাকুলিত মনে । ক্রমে পড়িলেন আসি নিবিড় গহনে ৷ শ্রেষ্ঠ কর্তৃক কননে লয়লার অনৃেষণ । বিষ পান পান করি মরিল রাজন । সদাগর শুনে হল প্রফুল্ল বদন ॥ উপলল তাঁহার আনন্দ পুরাবার । , উই আরোহণে চলে উদ্দেশে কন্যার : অস্তুরঙ্গ যত ছিল আর সেনাচয় । সাধু সহ যায় সবে হৰ্ষিত হৃদয় । এক কিনী প্রেম;ধিনী লয়ল, রূপসী । প্লে দন কfরছে দুঃখে যে বলেতে বসি । ভ্ৰমিতে ভ্ৰমিতে তথা হেরে নন্দিনীরে । বদন ভিক্তেছে তাঁর নয়নের নীরে ॥ মলিন হয়েছে তার কমল, বদন । কুশ কলেবর মুখে ন সরে বচন । কল্যর দুৰ্গতি সাধু করিয়ে দর্শন । দ্রুত কোলে নিল তারে সজলু নয়ন। কহেন স্থতাকে মাগো তোরে হারাইয়ে। অন্ধ প্রায় হইয়াছি কাদিয়ে কাদিয়ে । এত বলি উষ্ট্র এক করি আনয়ন।