পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু । ১৫৯ কয়েস আমার নাম জানে সৰ্ব্বজন । কোথা মম বসি হইয়াছি বিস্মরণ । লয়ল:কে সঁপি প্রাণ এতেক দুৰ্গতি । তাঙ্গার কারণে হেথা আছি দুঃখমতি । প্রেমাসক্তি শরে মোর বিঁধেছে হৃদয় । তিলেক বিচ্ছেদে মম বর্ষ বোধ হয় । স্মরণে তাহার রূপ প্রাণ দেহে আছে। ন তুব যাইত করে কৃতান্তের কাছে । অামার কারণে যেই প্রেয়সী নবীন । ধুলতে পড়িয়ে অাছে হয়ে জ্ঞান হীন । fক করিবে বাহিরে সে না পারে আসিতে | সতত আমার লাগি আছে দুঃখচিতে ॥ প্রাণেশের নাম য়েই লয়লা শুনিল । অমনি সে প্রেমানন্দে অজ্ঞান হইল । উই হতে পড়ে ধনী ধরণী:উপর । ভূমে যেন পড়ে গগণের সুধাকর ॥ চেতন পাইয়ে সতী কাদেন তখন। প্রেমপুর্ণ কলেবর সজল নয়ন । প্রাণনাথ প্রিয়তম মজুনু গুণনিধি । মিলাইয়ে দিল মোরে কৃপা করি বিধি । মাত পিতা হতে মোরে অনিয়ে এ বনে