পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬• ' লয়লা মজুনু । মিলন করিয়ে বিধি দিল তব সনে ॥ এখন মিলন নাথ কর তুজি দুখ । কুমুমের শয্যা কর ওহে বিধুমুখ । প্রেমোন্মাদ ভাব তার জাগিতেছে চিতে । সাধনের ধনে ধীর লারিল চিনিতে ॥ কহে হায় লয়লাকে কোথা গেলে, পাব । তাহারে হেরিয়ে মম মনাগ্নি নিবাব । মুখে ন নিঃসরে বাণী নাহি জ্ঞান লেশ । মৃচ্ছাগত হয়ে ভূমে পড়িলু কয়েস । প্রেমে জরজর তনু বহে দীঘ শ্বাস । লয়লা অঞ্চলে তারে করেন বাতাস । কতক্ষণ পরে মজ নু পাইয়ে চেতন । প্রাণের প্রিয়ারে পরে চিনিল তখন { কঙ্গে হয়ে প্রাণ প্রিয়ে প্রাণাধিক মোর । তব তরে হল মম এ দুর্থতি ঘোর । তব দেখা বনে পাব ন জানি স্বপনে । বিধি মিলাইয়ে দিল তোমা হেন ধনে । কেমনে এবনে এলে কহন। কারণ । শুনি ধনী একে একে কহে বিবরণ ॥ হেথা আনি তব সনে বিধি মিলাইল । দুঃখের সবর্বরী মোর আজি পোহাইল ।