পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৬ . লয়লা মজনু । সে হল,বিপিনবাসী এ মরে এথায় । এমন পিরীতি ভঙ্গ করিয়োক যারা । কোন অপকৰ্ম্ম না করিতে পারে তারা । সতীর পতিরে দেখ দূর করি দিয়ে । দিতে চায় দুষ্ট উপপতিরে ডাকিয়ে ॥ বিশেষতঃ সম্ভোগ হইল যার সনে ; তারে ত্যজি অন্য বরে দেয়,গে। কেমনে ॥ হেন পিতা মাত কেব। দেখেছে কোথায় । কন্যারে’কুলট করে আপনি ইচ্ছায় ৷ সাধুরে কে বলে সাধু অতি নরাধম । সংসারে না দেখি আর পাপি তার সম } রাজার উচিত সদাগরে বধি রণে । লয়লার বিভা দেন মজুনুর সনে ॥. অমাদের মতে ইথে নাহি কিছু পাপ । কি জানি কি জন্যে রাক্ত ভাবেন সন্তাপ ৷ কিম্বা তারে দেশ ছতে দিয়ে দুর করি । প্রাণপ্রিয় পুত্রে দিন লয়লা মুন্দরী । এত বলি সবে তারে ডাকয়ে সত্ত্বরে। কৰ্ণ মূলে মুখ দিয়ে অতি উচ্চৈঃস্বরে ॥ ওগে। সতি প্রেমময়ি উঠ গে বসিয়ে । তোমারে অজ্ঞান দেখি বিদররে ছিয়ে ।