পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু । >や、 নবীন যুবতী ৰূপ ধরিলেন ধর । , শ খি সব নবীন পল্লবে স্থশোভিত। ত তরু মঞ্জরিল অতি শোভানৃিত। নানা জাতি কুসুম হইল বিকশিত। ' ' ঙ্গেরিয়ে নয়ন মন হয় হরষিত ॥ ফুটিল পলাশ পুষ্প কি শোভ তাহার। ৰূপবান মূখ সহ তুলনায়াহার, ফুটিল মাধবীলতা পুষ্প চমৎকার । মাধব রাধার গলে দেন যার হার । বিকশিত পুষ্পবনে হল কুন্দ ফুল। সুন্দরীর দন্ত সনে যার সমতুল । সংযোগি জনের পক্ষ ফুটিল অশোক । তারে হেরি বিরহির বাড়ে বড় শোক । জগতের প্রিয় ফল অম, সুধাসার । এই কালে দেখা দেয় মুকুল তাহার । কুঞ্চে কুঞ্জে পুঞ্জে পুঞ্জে ভ্রমর গুঞ্জরে । শাখিতে শাখিতে নুনি বিহঙ্গ বিহরে । নীর অতি নিরমল হল এ সময় । , সরোবর সলিল যেমন সুধাময় ॥. ঢল ঢল করে জল মন্দ গন্ধবহে । হেরি বিরহিণীর নয়নে নীর বহে ॥