পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়ল মজুনু । y: দেহ হতে প্রাণ চুরি সম্মুখে করিল। প্রাণের লয়লা মোর উঠে,আয় কোলে । চাদমুখে একবার ডাক ম ম বলে। নয়ন কমল মিলি দেখ একবার | কি দশ হইল মা গে৷ মায়ের তোমার । স্বধ মাখা কথা কহ তোল শশিমুখ । তোমারে নীরব হেরি ফেটে যায় বুক, আর কত নিদ্র যা ও বস ম উঠিয়ে । অভাগিনী ডাকে মা গো কাতরা হইয়ে ; কেন ব? এমন হলে কহ না আমায় । কটাক্ষ চাহনী তোর গেল গে| কোথায় । কোথা রে শমন লয়ে যাও রে অামারে | কেমনে বাচিয়ে আমি থাকিব সংসারে। নয়ন রতন মোর সে গেল কোথায় । কি ফল জীবনে মোর হারায়ে তাহায় । তিলেক মা দেরি যারে প্রাণে হই সার। জনমের মত হল হেন ধন হীরা । আর না ভোমার কথা শুনিব শ্রবণে । অlর না কাদিবে তুমি মজ ন্ত্রর কারণে । যে মুখ হেরিয়ে লজ্জ পায় পদ্মফুল । মধুভ্রমে যাহাতে আসিত অলিকুল ৷