পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লয়লা মজনু । >þ☾ কাদে লয়লার অত্মিজন । দহে শোকে কলেবর, হৃদি হল জরজর, অশ্রু জলে পূরিল নয়ন | যত সহচ গণেঃ বিষম দুঃখিত মনে, , বিনাইয়ে কাদে ননি। ছাদে । পথের পথিক যারা শুন কেঁদে যায় তারা, পশু পক্ষি বৃক্ষ আদি কঁদে । সদাগর সীমন্তিনী, স্থত শোকে বিষাদিনী, খেদে অঙ্গ করিল অঙ্গার । , কহে কোথ। প্রাণকন্যা, ৰূপে গুণে মঙ্গীধন্য, কোথা গেল করিয়ে আঁধার । দয়া নাহি হল তোর, কাটিলি মা মায়া ডোর, প্রাণেতে হানিলি শোক শর। আমার কপালে ছাই, মৃত্যু কেন হল নাই, • হরিলাম প্রাণের দোসর ॥ মা মোর ক্ৰপের রাশি, বিদ্যুত সমান হাসি, শশি সম সোণার অাকার । এবে মৃত্যু রাহু আসি তোমারে ফেলিল গ্রাসি ভুবন করিয়ে অন্ধকার । বিধি দিল এত তাপ, পুৰ্ব্ব জন্মে বুঝি পাপ, করিয়াছিলাম অামি কত ।