পাতা:লয়লামজ্‌নু পারসীক কাব্য.djvu/১৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t লয়লা মুক্তৃত্ব । و سراة এই ৰূপে খেদ করে, ধৈয়জ নাহিক ধরে, শোকাকুলে কহে নানা মত ॥ । মনেতে পড়িল তাহ, কন্যা মৃত্যু কালে যাহা, কাতর অন্তরে কয়েছিল । স:ধুর গৃহিণী পরে, কাননেতে সকাতরে, মজলু কাছে গমন করিল। মজ ফর বিরহ বিকার বর্ণন । প্রেমের তপস্বী মহ তু কাননে এখানে । বসিয়ে রহিল প্রাণপ্রেয়সীর ধ্যানে। বিরহ বিকার তার হইল প্রবল । বিষম জ্বালায় ধীর হইল বিকল ! বলে কোথা গেলে পুন প্রেয়সী আমার । চপলার ন্যায় দেখা দিয়ে একবার | বহুকাল পরে হেরি তব মুখশশী । সুখের সাগরে মজেছিলাম প্রেয়সী ৷ পূনৰ্ব্বার প্রাণপ্রিয়ে করি অন্তধর্মম | শণি দিয়ে গেলে যেন বিরহের বাণ । আর কি দেখিবে আঁকি সে বিধু বদন । আর কি শুনিবে কর্ণ মধুর বচন ।