পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-छब्र' = दtघ দিন সে পাঠশালায় আসে, সাজ পোষাক করিয়া, বুক ফুলাইয়া ঘুরিয়া বেড়ায়, এ শ্রেণীতে ও শ্রেণীতে গিয়া বাহাদুরী করে, ইহার উহার সাথে ঝগড়া করে ; পড়া পারে না, আর সকলের নীচে পড়িয়া থাকে । তাহাতে কি ? পড়া না পারিলে, র্কাদিলেই চারুর ছুটি । _ হারুর, বাড়ীতে কত কাজ ; কলার পাতা পোড়াইয়া ক্ষার তৈয়ার করিয়া তাহ দিয়া কাপড় কাচিয়া লয়, বাপের সঙ্গে ঘরের বেড়। বাধে, গোহা’ল পরিষ্কার করে, ধান শুকাইতে দেয়। তবু কি হারু দুষ্টামি করিতে ছাড়ে ? হারু এক ধনুক তৈয়ার করিয়াছে ; এবার বারোয়ারি পূজার সময় হারু যে যাত্রা গান শুনিয়াছিল, সেই যাত্রাগানে যেমন ধনুক ছিল, ঠিক তেমনি । তাহ দিয়া সাই সাই করিয়া পাটকাটীর বাণগুলি ছোড়া যায় । সেইটি দিয়া সে বাণ ছুড়িয়া খেলে। নিড়েন লইয়৷ কুঁড়ের পাশে মাটি খুড়িয়া ছোট ছোট গাছ লাগায় ; আর ছোট ছোট কলার খোলের নৌকা তৈয়ার করিয়া নদীর জলে ভাসায় । স্রোতে হারুর নৌকা কতদূর চলিয়া যায়। তখন হারুর কি মজা | 는e —ছেলেদের উপস্তাস—