পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কিন্তু হারু একদিনও পাঠশালা কামাই করে না। কতদিন বৃষ্টিবাদলে ভিজিয়া, রাস্তায় কত কাদা ভাঙ্গিয়৷ পাঠশালায় আসিতে হইয়াছে ; তাহাতে কি ? হারু ঘোষ-বাড়ীর চণ্ডীমণ্ডপের ছাচ-তলায় একটু আসিয়া দাড়ায়, তাহার পর শ্লেট মাথায় দিয়া, আর যদি মানপাত পায় তো মানপাত মাথায় দিয়া এক দৌড়ে গিয়া পাঠশালায় উঠে । হারুর পড়া দেওয়া হইয়া গেলে, হারু, আর আর ছেলেরা যে সব সুন্দর সুন্দর বই পড়ে, শ্রেণীতে শ্রেণীতে গিয়া তাহা দেখে। আর ভাবে, আমি কবে এই গুলি পড়িব । 昂 উৎসাহে, দেখিতে দেখিতে হারু এক বই ছাড়াইয়া আর এক বই পড়ে ; যেদিন নূতন শ্রেণীতে উঠে, নূতন বই পড়ে, সে দিনটি তাহার কি সুখে কাটে । চারু, পড়ক না পড়ক, নূতন শ্রেণীতে উঠিতে বাধা নাই। নূতন শ্রেণীতে উঠে, নূতন বই পায়, আর কি ? এইরূপে বছরের পর বছর যাইতে লাগিল । =ছেলেজের উপস্তাস ૨5