পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २ ) নদীর পাড়ে বাশবনের তলায়, ছায়ায় বসিয়া হারু ও কি দেখিতেছে ? খেলিতে খেলিতে হারু তাহার নূতন ধনুক খানি নিয়া ঐখানে গিয়া বসিয়াছে। হারু দেখিতেছিল, সুন্দর ঝিকিমিকি রোদে নদীখানি ভরিয়া গিয়াছে, ঢেউয়ের মাথায় মাথায়, পাড় দিয়া গাছের পাতায় পাতায়, ধানক্ষেতের উপর দিয়া রোদ ছুটাছুটি খেলিতেছে ; চীলের বুকে, বকের পাথায় পাখায় রোদ রূপার মত হইয়া ঝলক দিয়া উঠিতেছে ; আকাশে ধবধবে আভ গুলি ফুলিয়া ফুলিয়া ছুটিতেছে ; অনেক দূর হইতে বাতাসে সাদা সাদা পাল উড়াইয়া, ঢেউ ভাঙ্গিয়া, কেমন মুন্দর নৌকাগুলি আসিতেছে । ঐ নৌকাখানা সে সে করিয়া চলিয়া গেল । নৌকাগুলি কেমন সুন্দর চলে। ঐ আরও একট, ঐ যে আরও একখানা, ঐ যে ওদিকে আরও একখানা, ঐ, ঐ, ঐ, ঐ,—ও—ই যে তাহার পিছনে আরও কত । లe —ছেলেদের উপন্তাস