পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—চার ও হাফ দিয়াছেন। আর এই দ্যাখ, তিনটা ঝকঝকে সোণার মোহর t * ঘাড় বাকাইয়া বুক ফুলাইয়া চারু মোহরগুলি বাহির করিল,—“এই দ্যাখ।” সকল ছেলে মোহর দেখিয়া, অবাক । ੋਂ দেখিয়া বলিল,—“খোকনবাবু, এইগুলি মোহর ?—সোণার টাকা ।” “হঁ। মোহর কখনও দেখিয়াছিস্ ? কোণের ব্যাঙ, সারাদিন ঘ্যাঙর ঘ্যাঙর করিয়া কেবল পড়িতেই পারিস। মোহর কখনও পাইবি ?” বলিয়া চারু হে৷ হো করিয়া হাসিয়া উঠিল । হারু মোহর দেখিয়া আশ্চৰ্য্য হইয়া গেল । চারু রোজ মোহর জামার পকেটে করিয়া নিয়া আসে, ঝন ঝন করিয়া বাজায়, সকলকে দেখায়, হার দোলাইয়া, আংটি ঘুরাইয়া ঘুরাইয়া বেড়ায়। তখন যে, তাহার মুখের ভঙ্গী। এইগুলি তাহার পরীক্ষার পড়া । পণ্ডিত মহাশয় চারুকে পড়িতে বলিলে, চারু বই দিয়া মুখ ঢাকিয়া হাসে। —ছেলেদের উপস্তলস– 8○