পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( & ) এ>রীক্ষা হইয়া গিয়াছে। আর কি ? চারু আর পঞ্চুরা এখন সারাদিন চারুদের বাগান-বাড়ীতে হরিণের শিঙে দড়ি বাধিয়া তাহার পিঠে চড়ে ; কয়েকটা ছিপ তৈয়ার করিয়াছে, বড়শী ফেলিয়া পুকুরে মাছ ধরে ; কি মজা | পঞ্চু বলে,—“ভাই, শুনিয়াছিস ঘোষবাড়ীর ঠাকুরদা কি বলিয়াছেন – লিখিবে পড়িবে মরিবে দুঃখে, মচ্ছ ধরিবে খাইবে সুখে ” চারু, মতি, নিবারণ, সকলে হাসিয়া গলিয়া পড়ে,—“বাঃ । —বেশ তো রে বেশ ।” ছষ্টগুলির ইহারই মধ্যে আর এক কি কুশিক্ষা হইয়াছে জান ? ছি, ছি, ছি —পঞ্চু, নিবারণ কোথা হইতে চুরি করিয়া তামাক আনে, সকলে মিলিয়। লুকাইয়া তামাক খায় ! তাহাদের মুখের কি দুর্গন্ধ। যখন কাছে আসিয়া কথা কয়, তখন সে গন্ধে বমি আসে। তামাক খাইয়। —ছেলেদের উপস্কাস-— برای اوا