পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-জ্বাক্ষ-- সে দিন হারু নদীর পাড়ে বসিয়া ছিল। মনে পড়িতেছিল, তাহার আপন হাতে লাগান ফুলগাছের ছোট ছোট ফুলগুলি, সেগুলিও তো ভগবানের স্থষ্টি ; এই নদী, এই বাতাস, এই আকাশ, এও তো ভগবানের স্বষ্টি। এই পৃথিবী, পৃথিবীর যত মানুষ, পশু, পক্ষী ; পুস্তকে যে পড়িয়াছে কত পাহাড়, পৰ্ব্বত, সমুদ্র ; এই সবই ভগবানের স্থষ্টি। চন্দ্র, সূৰ্য্য, নক্ষত্র, সব ভগবানের স্মৃষ্টি । —আর ? আর, হারুর বাপ, হারু, তাহারাও ভগবানের স্থষ্টি । হারুর মনের মধ্যে কেমন এক আনন্দ হইতে লাগিল । হার যে— রামায়ণে পড়িয়াছে,— তুমি বিশ্বপতি অগতির গতি, তব স্বষ্টি বিশ্ব চরাচর। . তুমি জল স্থল, অনিল অনল, তৃণ লতা ভূধর সাগর। -ছেলেদের উপস্কাস-- بانه