পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—চাঙ্ক ও হাঙ্ক— কাগজের ফুল, ঝালর, তাহার মধ্যে শ্রেণীর নাম লেখা। কাগজের ফুলগুলি শ্রেণীর নামের চারি দিক ঘিরিয়া রহিয়াছে, ঝালরগুলি বাতাসে ঝিল মিল করিয়া উঠিতেছে, ফুর ফুর করিয়া উড়িতেছে। তাহার নীচে গাদাফুলের মালা তুলিতেছে। চারিদিকে কত ছোট ছোট কাগজের নিশান খস খস করিয়া নড়িয়া পত পত করিয়া খেলিতেছে। কেন জান ? আজ পাঠশালায় সভা। সহর হইতে ইনস্পেক্টর আসিবেন। পাঠশালায় সভা হইবে। পণ্ডিত মহাশয়ের ব্যস্ত, ছেলেদের মধ্যে হৈ হৈ । পাঠশালার সকল ছেলেকে পরিষ্কার কাপড় চোপড় পরিয়া বেশ, ভদ্রভাবে পাঠশালায় আসিতে হইবে, পণ্ডিত মহাশয়রা এই কথা বলিয়া দিয়াছেন। যত ছেলেরা বাপ মার কাছে নূতন কাপড়, নূতন পোষাক চাহিয়া লইতেছে। খোকন বাবু বড়ই মুস্কিলে পড়িল। কোন পোষাক পরিয়া যাইবে ? —-ছেলেদের উপস্কাস- §2.