পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

حساس مfi ج 8 يناس. উহারা ইহারই মধ্যে একটি ছেলের জাম৷ টানাটানি করিয়া ছিড়িয়া দিয়াছে, তাহার পর এ বলে তুই ছিড়িয়াছিস, ও বলে তুই ছিড়িয়াছিস, ও বলে তুই ছিড়িতে বলিয়াছিস,—গালাগালি, ঝগড়, মারামারি, শেষে ঢিল ছোড়াছোড়ি করিতেছিল। রাস্তার ধুলা, পাশের ডোবার কাদা মাখামাখি । করিয়া এক একটার চেহারা যে হইয়াছে,— বাঃ ! ইনস্পেক্টার মহাশয় বলিলেন,—“এ কি ৷” “এগুলি হনুমান।—” বলিয়া পণ্ডিত মহাশয় পাচটা গাধার টুপি তৈয়ার করাইলেন । সকল ছেলেকে ডাকিয়া বলিলেন,—“তোমরা কেহ সোণার পদক, কেহ ভাল পুস্তক পুরস্কার পাইয়াছ, আর দেখ এই হনুমানগুলিকে আমি কি চমৎকার পুরস্কার দিই।” বলিয়া, গাধার টুপিগুলি দুষ্ট ছেলে পাচটার মাথায় পরাইয়া দিয়া এটাকে ওটার কাণ ওটাকে এটার Գեր —ছেলেদের উপস্থাস