পাতা:জ্যোতির্বিদ্যা.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yê8 এৰ ঐরুপ তারাগণও যেন পৃথিৱীকে প্রদক্ষিণ করে এমন দেখা যাওয়াতে তদনুসারে তাহাদের সময় নির্ণীত আছে। শিষ্য । আমি মহাশয়ের কথা বুঝতেছি। রজনীতে যে | কোন সময়ে কোন গৃহের উপরিভাগে এক তারা দেখা যায় পুনৰ্ব্বার সপ্তাহের পরে ঐ সময়ের কিঞ্চিৎ পূৰ্ব্বে সেই ঘরের উপরে সে দৃষ্ট হইৰে, ইহা অামি অনেকৰায় দেখিয়াছি। গুরু t সে সত্য বটে, কেননা তারাগণ তিনশত পয়ষট্টি দিবসে তিনশত ছেষট্টিলার পৃথিৱীকে প্রদক্ষিণ করে এমত দৃষ্ট হইতেছে। অতএব তারাগণ এক উত্তম ঘটাযন্তদ্বারা বৎসরের চতুৰ্ব্বি-শতিতম অ-শেতে এক ঘড়ী আগ্নে যায় { ফলতঃ প্রত্যেক তার প্রতিদিন মস্তকের উর্দুভাগে চারি নিমিষ শীঘু গমন করে। তাহাতে বাস্তৱিক সময়ের তিন পল পঞ্চান্ন বিপল টেীয়াম অনুপল বিশেষ হয় । অতএৰ যদি এক ঘটীযন্ত্র মুসারে অদ্য সূর্যের মধ্যাহ্নকালে দিবসের দুই প্রহর হয়, এব^ অন্য ঘটীযন্ত্রদ্বারা অদ্য তারাগণের মধ্যাহ্নকালের দুই প্রহর হয়, তবে এই শেষের ঘটীযন্ত্ৰ পৰ্ব্ব ঘটিক যন্ত্রের আগে ৩ পল ৫৫ ৰিপল ৫৪ অনুগল দিন ২ যাইবে । শিষ্য । ইহায় কারণ কি ? গুরু। গত সোমবারের পূর্বাহ্নে দ্বিতীয় পত্রে প্রথম চিত্রে চন্দ্রের প্রস্তাবে আমি তোমাকে এই কথা জ্ঞাত করিয়াছিলাম . যে এক অমাবস্যাৰধি অপর অমাৱস্যাপর্যন্ত যে কাল তদপেক্ষ চন্দ্র আপন পথে ভূমণ করিলে পৃথিবী ও সূর্যের মধ্যে এক অবস্থানাবধি তদৱস্থানপর্যন্ত তাহার কিঞ্চিৎ অল্প কাল হয় । সূর্যের ও তারাগণের বিশেষ সময়ে এতালুক