পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( Šo -ব্রিদিব বিজয় । বরের সকল কথা কহিব প্রকাশি । পিতৃমাতৃহীন পাত্র । দোষ কিবা তাহে ? গৃহিণী আপন ঘরে হইবে দুহিতা স্বাধীন, স্বপতি বশে আনিলে কৌশলে । বিদ্য! কি অবিদ্য। তিনি ন ভজিল কভু ; সে ত সৌভাগের কথা ; আপন আয়ত্ত, করিবে নিমিষে কস্যা, রাজত্ব বিস্তারি ; শূন্ত মনে ভাৰ্য্যা তন্ত্ৰী, অনিবাৰ্য্য। ভবে ; নারীই প্রহরী সম । শিক্ষা দীক্ষা হবে গৌরী তব । দিগম্বর শ্রুতি তার ভলে, র্তেই নিবেদিত বিত্ত, কি আর কহিব ? বিভব, বিভূতি যত ত্রিলোক মাঝারে অতুল সে তুলনায়, তাহার গোচরে । স্বঘোর সঙ্গীত-প্রিয় ; মধুর স্বভাষী ; ডমরু পিনাক, বাদ্যে মহা সুপণ্ডিত তান লয় মূলাধার। অপরূপ রূপ ভবে বিচিত্র দর্শন। ধবল তুষারকান্তি, স্কুল কলেবর, জটা চুড়া ভঙ্গি অঙ্গে কিবা স্থশোভন। কুল পুছ ষদি,— অকুলে কাণ্ডারী তিনি, ব্যাকুল জনেরে, কুল দেন অনায়াসে । পিতা, মাতা, কিব কন্যা, কিবা সে বান্ধব, যাহার যা বর