পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sty ত্ৰিদিববিজর । সম বলিলেও পারি বলিবারে সত্য । মহাকাল কালের পরিধিপ্রাস্তে নিত্য বিরাজিত ; মহাশক্তি বিভূতি ভূষিত । নিবাস অনন্তপুরে, পরিণামে জীবফুলে ষে পুরে বসতি ; বিশ্বের নিবাস তিনি । স্বভাবে সে আশুতোষ, সদা সত্যপ্রিয়, ইন্দ্রিয়বিকারহীন, ধৰ্ম্মপ্রাণ সদা । সৰ্ব্ব অংশে শ্রেষ্ঠ বর ; করি চেষ্টা, যদি উভে কর অনুমতি ।” এত বলি নীরবিল পরম কৌশলী । “নারা আমি যোগিবর, ভাল মন্দ তোমা সব মত, পারি কি বুঝিতে কতু । কিন্তু বুঝিলাম যাহা, আমার ত নাহিক অমত ; বরং সম্মতি মোর হয় নানা মতে । সুখে ত থাকিবে গৌরী ? ত্বরায় মোরে কহ, দর করি সে বীরতা। কত দূর সেই দেশ ?” কহিল। নারদ সত্য ; “অনন্ত সুখের প্রস্রবণ—তব গৌরী, সুখেই রহিবে । মহুে দূর বরালয়, শুন বরাঙ্গনে, সতত নিকটে, চিত্তপটে, (চিত্রপটে অলেখ্য যেমতি ) প্রেমময়, ভক্তিময়

জীবে; কিন্তু দূর সদ। ভক্তিহীন জনে ৷”