পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সৰ্গ । d:సి নেহারি উৎসুক নেত্রে রাণীর নয়নে ক্ষণকাল, গিরিরাজ কহিলা স্বভাষে ; “আমরা সম্মত উভে ৷ করি আশীৰ্ব্ববাদ শুভকৰ্ম্মে, কর চেষ্টা সুধি । শ্রেষ্ঠ বলি মানি দেব, তোমার মন্ত্রণ । সততই মঙ্গলময় করুণা তোমার । বিতর মঙ্গলবারি বাল-লতিকায় । বিবশ হৃদয় মোর, কি আর কহিব।” উঠিলা নারদ ঋষি, ঝঙ্কারিল বীণা ; মেনকা, মৈনাক-মাতা, নগরাজ উভে, নমিলা দম্পতি তবে ঋষির চরণে, মুক্তিদ । বিভোর সঙ্গীতে, গাইতে গাইতে ঋষি বিমান প্রদেশে, চলি গেলা মুহূৰ্ত্তেকে ; ভক্তের প্রার্থন যথা, বিমান বিদারি উঠি যায় উদ্ধদেশে অনন্ত আসনে । হেথায় দম্পতি উভে গাঢ় ভাবনায় যাপিলা দিবস নিশি । নিশা-অবসানে দেখিলা স্বপন নগ। পাৰ্ববতীর পরিণয় সভা । বাজিছে বিকট বাদ্য, বম, বম রবে নাচিছে প্রমথগণ মত্ত সে বাদনে, কৰ্ভু শূন্যে, ধরাতলে কতু। উচ্চ গিরিশৃঙ্গ পরি ভাঙ্গিতেছে কেহ,