পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ সৰ্গ । বিস্তারে গগনে পুচ্ছ । চৌদিকে প্রমথকুল গাঢ় ধুম সম, ঘেরিলা সে অগ্নিশিখা ;—অমল ধবল কান্তি অগ্নি-চক্রকেন্দ্র-সম ভাতিল গগনে । কত ক্ষণে রাজপুরে, আসি উপজিলা বরণীয় । পুরনারী কেহ, অৰ্দ্ধ বিনাইত কেশ ধরি বাম করে, ছুটিল গবাক্ষপথে হেরিতে হরেরে ।—কিল্লরী অস্থা, অলক্তে রঞ্জিত একপদ, তুলি হস্তে ধাইল৷ প্রাঙ্গনে ত্রস্ত ; শিথিল বস্ত্র ; খসি পড়ে অঞ্চল সে লুটি ধরাতলে । মৰ্ত্ত্যবাসী, গণিলা অন্তরে, রাশিচক্র কক্ষ হ’তে খসিয়। পড়িছে মনন্তে । মুহূৰ্ত্ত মাঝে বিস্ময়, হ’ল পরিণত আতঙ্কে । ভূতকুল-বিকট-গর্জনে বধির হইল ব্যোম কৰ্ণ ; বিষধর ভীষণ নিশ্বাস শ্বাসি, আলোড়িত করিলেন দিগম্ভের সীমা । বম বম রবে, চমকি জাগিল৷ শূন্ত । শিশুকুল শৈলপুরে যত, মাতৃস্তস্য যুখে করি, কাদিয়া উঠিল শূন্তমনে । বৃষপদাঘাতে, ছুটিল চৌদিকে অগ্নিকণা ; শৃঙ্গধর মুহুমুক্ত, থর పి