পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যষ্ঠ সগর্ব। প্রভাতের তার সহ দিনমণি যথা, নিশা-অবসানে, চলিলা উভয়ে তবে মনোরথগতি, যেথায় বসিয়া ইন্দ্র স্বরগণ সহ চিন্তিছেন গঢ় চিন্তা । অনন্ত বিদারি মুহূৰ্ত্তে আইলা মৰ্ত্ত্যে মুনিবর সহ সেনাপতি ; দেবগণ নাদিলা উল্লাসে । বহুদিন পরে আজি, অঙ্গারে জ্বলিল বহ্নি দিব্য তেজোময় । আলোকিত গুহাতল ; বিকট আটবী ; ধবল তুষার রাজি ইন্দ্ৰধনু সম, হাসিল মহা হরষে দেবের উল্লাসে । শতক১ধবনি যেন, দেবকণ্ঠজাত, ধ্বনিল একত্র নাদি, “এস আশাতরু, দেবের চির-ভরস, এস ত্বরা করি । তব আগমন, শূর, প্রতীক্ষা করিয়া রহিয়াছি এতদিন । বিলম্ব না সহে আর ; নাশ আশু অস্থর অধমে তুমি, ফিরি দেও দেবের দেবত্ব ত্বরা, চিরবাস দেবলোক সহ । তুমিও আইস