পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

锣* ত্ৰিদিববিজয় । ধূমের সহ, দিগন্ত জুড়িল । ঝনন ঝঙ্কারে ঝঙ্কারিল মর্ত্যলোক । বিকট আঘাতে বধিরিল ব্যোমকর্ণ। ঝলসি দিক, বহিরিল জ্বালা বিশ্বনাশী । গজ, অশ্ব, শিখিবর সহ, মহিষ গণ্ডার ধ্বনি মিশিয়। নাদিল ; পদাঘাতে মুহুমুহুঃ কঁাপিলা মেদিনী ; বারিরাশি ক্ষুব্ধ, বেলাভূমি আতঙ্কে ধরিল চাপি দৃঢ় আলিঙ্গনে । বিস্তীর্ণ অনন্ত যুড়ি, ভীম প্রহরণরাজি, পীড়িল অনন্ত দেহ, বিধিল কেহ বা অনন্তের উৰ্দ্ধ সীমা । দৈত্যপুরে দৈত্যকুল চাহি অধোদেশে হেরিলা বিকট জ্যোতি উঠিছে আকাশে বিশাল ; শত সূৰ্য্য যেন, সহসা উদি জ্বলিতেছে মৰ্ত্ত্যভূমে । ধূমপুঞ্জসম ভাতিছে আয়ুধপুঞ্জ স্থানে স্থানে স্থানে । বিবিধ নিনাদ মিশ্র, বিকট ভৈরব রব উঠিছে গগনে । নিঃশঙ্কে হেরিলা, নিঃশঙ্কে শুনিলা, দৈত্য । অবহেলে সেনাপতি নিঃশঙ্ক অস্বরে ডাকি কহিলেন ভাষা, অর্থপূর্ণ। “করিছে সমরসজ্জা অমরের দল আজি, বুঝিনু নিশ্চয় ।