পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সৰ্গ । 33 যাপিবে অনন্ত নিশি দেব মর্ত্যলোকে, চিরদিন ; সেও তবু শ্রেয়ঃকল্প দেবে ; কহিও তাহারে সত্য ।” কহিতে কহিতে ভাষা, নীরবিলা বলী অকস্মাৎ, ছিন্নতার সম । হাসিয়া কহিলা বলী, বুঝি মনে মনে দূতের আগমবাৰ্ত্ত । “তবে যদি কৈতব বচন লয়ে আগমন তব এই লোকে, সন্ধানিতে রণ-সজ্জা, অtয়োজন দেবে ; কহ সে প্রকাশি ভাষা । কি ফল সে কপটতা । যাও চলি, যথা ইচ্ছা ; শিবিরে শিবিরে ভ্রম অনায়াসে নিশ্চিন্তে ; কিম্বা যাও অস্ত্রাগারে, আয়ুধনিচয়, হেরি যাও যতেক বাসনা । এ আদেশ অকপটে মম।” এতেক কহি সম্বোধিয়া দণ্ডধরে কহিলেন বলী ; “দেখাও হে শূরশ্রেষ্ঠ, দেখাও দৈত্যেরে, ইচ্ছা দেখিবারে যাহা ; যাও তার সনে নিরস্ত্র, যথায় বাসন। তার । হেরিলে দূত, বিদাও তাহারে মিষ্ট ভাষে।” এত কহি চলি গেলা সেনাপতি মুহূৰ্বেক মাঝে, প্রতীক্ষা করেন যথা সহস্ৰাক্ষ বলী, কাঞ্চনমণ্ডিত কাঞ্চনশৃঙ্গের