পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సె 8 ত্রিদিববিজয় । বপুঃ, কবন্ধ যেমতি, ভ্ৰমিতেছে, ইতস্ততঃ ? প্রতি মৃতদেহে বিধিছে স্বতীক্ষ দৃষ্টি ; উলটি, পালটি দেখিতেছে শবরাশি ? বিকটাক্ষ শুর, ( বলে শালবৃক্ষ সম ) নেহারি যোজনব্যাপী সুবিশাল দৈত্যবপুং, ভাবিতে লাগিলা মৌনে ; “ধিক শত ধিক দেবে, দ্বন্দ্ব কার সনে ? দৈত্য অগণিত, কি তাপ করিলা কহ ? জায়, পুত্র তার, কোন দোষে দোষী ? কিছু আমি না পারি গণিতে । সমরগৌরব, কোন কথা ? কিবা এল তাহে ? দিবে কি জীবন ফিরি ঐ অভাগারে ? ব্যাঘ্রচৰ্ম্মে কুকুর যেমতি, সাজিলা অভাগ৷ দৈত্যেশ-রণভূষণে সপ্ত দিবানিশি ; কি ফল, কহ, কি ফল ফলিল ? ভুলিল কি দেবকুল সে নীচ ছলনে ? বাহ আবরণে কভু রক্ষে কি কপটে ? কিন্তু কোথা দৈত্যপতি ? অচিরে যাইব সেথ, ভেটিব দৈত্যেশে । দেবকুল অসন্দিগ্ধ এবে ; ভীম পরাক্রমে আক্রমিলে স্বসময়ে, খণ্ড খণ্ড হয়ে উড়ে যাবে অসহায়, তুলা যথা উড়ে বায়ুবেগে চৌদিকে ” এতেক ভাবি