পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সৰ্গ । কতু আবরিতে পারে অংশুমালী ? কিম্বা ভস্ম বৈশ্বানরে ?” এতেক চিন্তি, এতেক ভাবি মুছিলেন ঘৰ্ম্মবিন্দু, মহাশূরেশ্বর স্বললাটে ; হায় বিধিবশে আজি কু-ললাট । মৌন হয়ে রহিলেন পুনঃ । পুনঃ চিন্ত দহিল অস্তরে । ভাবিলেন বলী । “অমুচর ক্রমে ক্ষয় ; জীবিত যে সব, ভগ্ন, ক্ষুব্ধ, হতপ্রায় । নারীকুল, শিশুকুল, গভীর রোদনে, পূরিয়াছে এই পুরী । স্বগের বয়স নিশাভাগে পূরে দেশ ঘোর কোলাহলে । সারমেয় । শৃগাল গৃধিনী ডাকিতেছে দিবাভাগে । । চমকি চমকি স্পন্দিছে লোচন বাম । একি কু-লক্ষণ ? তুমি জান ইচ্ছা তব, হে ধূর্জটি ; চিরভক্ত এ দাস তোমার ” বলি নিশ্বাসিলা বলী । সে বায়ুহিল্লোলে কপিল গগনে গ্রহ উপগ্রহ কত, সে উত্তাপে তাপিল কত বা । নীরবিলা. দেবজয়ী ; ভীতি-জিত এবে । অনির্দিষ্ট, অজ্ঞাত আতঙ্ক যেন ছাইছে হৃদয়ে ; তেজোহীন করিছে ক্রমশঃ । উৰ্দ্ধকর্ণ হ’য়ে রহিলেন ক্ষণকাল । কিবা যেন