পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిe B ত্রিদিববিজয় । অস্ত্রের কঙ্কার, জ্বালা অস্ত্রের ঘর্ষণে,— বধিরিল, ধাধিল বা শ্রবণ লোচন । যথা ঘোর দাপে যবে ছুটে জলপতি, বাধিলে সম্মুখে তার অচল অটল,আঘাতি শৈলের অঙ্গে ফিরি যায় বারি, চুৰ্ণ চুর্ণ নীরকণা ছড়ায়ে চৌদিকে ; অস্বরের দল, দেবেরে আক্রমি, হটি গেল ছুটাছুটি, চৌদিকে ছিটায়ে দৈত্য-লোহ, ভগ্নদেহ, উরু, শির বাহু — লণ্ড ভণ্ড দৈত্যসেনা আখণ্ডলতেজে, শিখিধ্বজ-বীৰ্য্যবলে । পবনের বায়ুঅস্ত্র উড়াইলা হেলে দৈত্যের বিশিখ জাল বিশ্ববিনাশক । দণ্ডাঘাতে দণ্ডধর, কত মুগু ভাঙ্গি, ছাইলা গগন তল । বারিপতি-বরুণাস্ত্রে ভাসাইল। রণভূমি, ভাসি গেল দৈত্যসেনা মহা কোলাহলে। বাসবের কাশ্ম কটঙ্কারে মূচ্ছিত হইলা কত দৈত্যসেনা বলী ; ইন্দ্ৰধনু বধিল কত বা । বজ, ঘোর দাহে, দহিল অসংখ্য সেনা । সামরিক পশুকুল –মহিষ, গণ্ডার, অশ্ব, করী অগণিত, দৈত্য সহ —পড়িল ভীষণ