পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম পরিচ্ছেদ । Q. তাহার পরে কি হয় তাহা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়। জীবগতে যেরূপ পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের সঙ্গমে জীবের জন্ম হয় উদ্ভিদজগতেও ঠিক সেষ্টরূপে উদ্ভিদের জন্ম হয়—তাহা এই বেগুনফুলে দেখা যাইবে। ফুলটি দেখিলেই বুঝা যাইতেছে যে ইহার সকল অংশ একপ্রকারের নঙ্গে ( ৩সংছবি )। প্রথম, ফুলের বৃন্ত ১ বা বেঁটা, (ক, ৩সংছবি ) । ৩সংছবি এই বোটার উপর অন্তান্ত অংশগুলি সাজান রহিয়াছে। এই লোটার উপব সৰ্ব্বপ্রথমে সবুজরংএর বাটির মতন একটি পদার্থ দেখিতে পাওয়া যাইতেছে, ইহার নাম পুপ কোষ ( খ ৩ সংছবি ) । ইহা ফুলের কুঁড়ি অবস্থায় অভ্যন্তরস্থিত অপেক্ষাকৃত কোমল পদার্থগুলিকে বৃষ্টি এবং রৌদ্র হইতে রক্ষা করে। ইহার পাচটি পাপড়ি ও আছে। পুষ্পকোষের উপর বেগুন রংএর আর একটি বাটির দ্যায় পদার্থ রহিয়াছে, ইহার নাম পুষ্পপতাকা । (গ ওস”ছবি ) । ইহার পাচটি পুষ্পদল - আছে। ইহার কার্য্য পরে বলিল । পুষ্পপতাকার উপর সরু সরু পাচটি পদার্থ রহিয়াছে, ইঙ্গদের নাম

  • Fox #3–Pedicel, or flower stalk. osoft-Ffş–Calyx.
  • itois;–Sepal.

• "irrstel–Corolla. of-rifos—Petal.