পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ। আাকুতি বিভত্তাল’ । প্রথম পরিচ্ছেদে একটি মাত্র উদ্ভিদের বিবরণ দিয়াছি। উদ্ভিদদিগের নধ্যে প্রভেদ বুঝিতে হইলে আরও কিছু জানা আবশ্যক। এই পরিচ্ছেদে নিম্নলিখিত বিষয়গুলির সম্বন্ধে একটু বিশেষ করিয়া বলিব । ১ । শাখাপ্রশাখা প্রসারিত হওয়ার প্রণালী এবং কাণ্ড । ২ । পত্র-সন্নিবেশ ও পত্র । ৩ । পুষ্প-সন্নিবেশ । ৪ । পুষ্প ও পুষ্পাংশ সমূহের সন্নিবেশ । ১ . শাখাপ্রশাখা প্রসারিত হওয়ার প্রণালী :- ইঙ্গ দুষ্ট প্রকার, যথা— ( অ ) পাশ্বোংপন্ন । (আ) দ্বিভক্তশীর্ষোৎপন্ন । ( অ ) পার্থোৎপন্ন শাখাপ্রশাখা প্রসারণ প্রণালী :–এষ্ট প্রণালীতে কাণ্ডের পার্থ হইতে শাখী বাহির হয় এবং সকল শাখাপ্রশাখাগুলি পত্র কোণজ্য হয় অর্থাৎ পত্রকোণ” ( পাতার বোট এবং কাণ্ডের মধ্যস্থিত কোকে পত্রকো বলে –প ১২ সংছবি ) হষ্টতে বাহির হয়। এই প্রণালী দুই প্রকারের ৪— > 1 sifạfs fista–Morphology. ২ । শাখাপ্রশাখা প্রসারিত হওয়ার প্রণালী—Mode of branching. • I wiftoffro-Lateral. 8 l fúsgålotsoa-Dichotomous. & 1 °raUArtstei-Axillary. o i otrzetel–Axil of leaf.