পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ । >☾ ইহাদের প্রত্যেকটি আবার উক্তপ্রকারে দুইটি প্রশাপা বিস্তার করে -এইরূপে শাখা প্রসারণ প্রণালী চলিতে থাকে ( ১৩ সংছবি ) । এই প্রকার শাখা প্রসারণ প্রণালীতে গাছটি উদ্ধদিকে বেশী বাড়ে না কিন্তু ঝোপের মত হইয়া ছড়াইয়া পড়ে। ১ ত সং ছবি ১৪ সং ছবি আ ) দ্বিভক্তশীর্ষোৎপন্ন শাখাপ্রসারণ প্রণালী—যে সকল উদ্ভিদের ফুল হয় না তাঙ্গাদের মধ্যে এই প্রকার শাপা প্রসারণ প্রণালী দেখিতে পাওয়া যায়। এই প্রকার উদ্ভিদের কথা এই গ্রন্থের দ্বিতীয় ভাগে বলিব । এষ্ট প্রণালীতে কাণ্ডের শীষ দ্বিভক্ত হইয়া দুইটি শাখা প্রস্তুত করে ( ১৪ সং ছবি ) উহারা অাৰার ঐরূপে দুইটি প্রশাখা প্রস্তুত করে এবং এইরূপে এক্ট প্রণালী চলিতে পাকে । কাণ্ড । প্রথম পরিচ্ছে.দ বলিয়াছি যে গাছের যে অংশ মাটির ভিতর হৃষ্টতে বাতির হয় তাহাকে কণগু বলে । সকল উদ্ভিদের কা গু এক রকমের নচে । কোন উদ্ভিদের কা গু নরম হয় এবং কোন উদ্ভিদের কা গু কাষ্ঠময় হয় । যে সকল কাণ্ড নরম হয় তাহাদের ভিতরে ( জ্বকের নিচে ) তরিৎকণিকা • থাকে এবং সেইজন্ত ঐ প্রকারের কাণ্ড দেখিতে সবুজ হয়। যে সকল কাণ্ড কাষ্ঠময় চটয়া যায় তাহাদের কাষ্ঠময় অংশে হরিৎকণিকা থাকে না কিন্তু তাছাদের অগ্রভাগে ( অর্থাৎ নবজাত অংশে ২ ) থাকে এবং সেইজন্ত ঐ অংশগুলি সবুজ দেখায়। > | <fts Fforel–Chlorophyll. & I Wassroof–Young parts.