পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b- উদ্ভিদ তত্ত্ব কাটা দুই প্রকারের –গাছের বিকৃত ডাল এবং সাধারণ - কাটা । এষ্ট গুইয়ের মধ্যে প্রভেদ এই যে প্রথমোক্ত প্রকারের কাটা পত্রকোণ হইতে লাহির হয় কিন্তু শেষোক্ত প্রকারের কাটা পত্র কোণজ নহে উহা উদ্ভিদের অঙ্গের যে কোন স্থানে হইতে পারে ; প্রথমোক্ত প্রকারের কাটা বেল গাছে দেখা যায় এবং শেষোক্তপ্রকারের কাটা বেগুন, গোলাপ প্রভৃতি গাছে দেখা যায় । (২) ভূমধ্যস্থ কা গু—কোন কোন উদ্ভিদের কাণ্ডের কিয়দংশ বিক্কত শুষ্টয় মাটির ভিতরে থাকে। এই ভূমধ্যস্ত কণগু কোন কোন স্থলে ফলিয়t আল - হয় । আলু এই প্রকারের ভূমধ্যস্থ কণগু । আলুর গাছ বেগুন জাতীয়। আলুর ভিতর খাদ্য সামগ্ৰী সঞ্চিত থাকে। আলুর গায়ে চোপ, থাকে (২০ সং ছবি । ঐ চোখ হইতে নুতন গাছ বাহির হয়, ইহাকে কল! ২০ সং ছবি বাহির হওয়া বলে। যতদিন ঐ নুতন গাছের শিকড় না বাহির হয় ও মাটিতে প্রোথিত না হয় ততদিন ঐ গাছ আবে সঞ্চিত খাদ্য সামগ্ৰীদ্বারা জীবনধারণ করে এবং বৰ্দ্ধিত হইতে থাকে। ঐ গাছের যখন শিকড় বাহির হয় ও ৯ । সাধারণ র্কাটা—Prickle. > 1 waqf«–Tuber.