পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©ዓ ৫৮ সংছবি ৫৯ সংছবি ৬০ সংছবি (খ) সমোচ্চগ>—( ৫১ সংছবি ) । শাখাগুলির দৈর্ঘ্য এরূপ ভাবে পরিমিত যে ফুলগুলি এক সমতলে সজ্জিত থাকে অর্থাৎ সকল ফুলগুলির উচ্চতা সমান । (গ) অমাত্ৰক —যাহার মাত্রা নাই—( ৫২ সংছবি ) । ৫০ সংছবিতে মাত্রাগুলি (ম ) যদি অত্যন্ত ছোট ছোট হষ্টত তাহা হইলে মুখপত্রগুলি এবং পুষ্পবৃন্তগুলি একই স্থান হইতে বাহির হইত। ৫২ সংছবিতে তাহাই দেখান হইয়াছে। ক্রমোচ্চগামী পুষ্প-সন্নিবেশের এই রূপান্তরের নাম অমাত্ৰক— কারণ ইহাতে পুষ্পমাত্রাগুলি থাকে না । শুল্লা শাপ, যোয়ান, মৌরি, ধনে প্রভৃতির পুষ্প-সন্নিবেশ এইরূপ। (ঘ) নিবৃন্তমাত্রকত-যাহার মাত্রা ও পুষ্পবৃন্ত উভয়ই নাই—( ৫৩ সংছবি ) । ৫২ সংছবিতে পুষ্পবৃন্তগুলি (প) যদি না থাকিত তাহা হইলে মুখপত্রগুচ্ছের উপর বৃন্তহীন পুষ্পগুলি থাকিত এবং ইহাই ৫৩ সংছবিতে অঙ্কিত হইয়াছে। এই রূপান্তরের নাম নিরন্তমাত্রক—অর্থাৎ, যাহাতে পুষ্প মাত্রা ও পুষ্পবৃন্ত উভয়ই অবর্তমান । গাদা, স্বৰ্য্যমুখী, চন্দ্রমল্লিকা প্রভৃতির পুষ্প-সন্নিবেশ এইরূপ। এই দুই (গ) ও (ঘ) রূপান্তরের মুখপত্র গুচ্ছকে বেষ্টনী" বলে। (ঙ) শীষ বা মঞ্জরি”— (৫৪ সংছবি) ইহা ক্রমোচ্চগ কিন্তু ফুলগুলি বৃন্থহীন—হলুদের ফুল, শিওড়াগাছের ফুল ও ঘাসজাতীয় ফুল এইরূপে সন্নিবিষ্ট । > I HUNf555–Corymb. < I •TATE <F—Umbel. ○ l fû'swfT*—Capitulum. ৪ । মুখপত্রগুচ্ছ বা crès-Involucre. « 1 o « wgift–Spike.