পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ । Sシs) সংছবি ) এবং এই প্রণালী চলিতে চলিতে পুষ্প দেশ হস্তি শুণ্ডাকার ধারণ করে। হাতি গুড়া নামক একপ্রকার ছোট ছোট জঙ্গলি গাছ হয় তাহার পুষ্প-সন্নিবেশ এইরূপ ; দেখিতে ঠিক হাতির শুড়ের দ্যায়। ৪ । পুষ্প :-এইবার পুষ্প সম্বন্ধে আরও কিছু বলিব। একমাত্র বেগুন ফুলের পুষ্পাংশ সমূহের বর্ণনা করিয়াছি। ভিন্ন ভিন্ন ফুলে পুষ্পাংশ সমূহ ভিন্ন ভিন্ন প্রকারের হয় তাহারই বিষয় স্থলভাবে বলিব । ফুল সম্পূর্ণ • বা অসম্পূর্ণ ই হইতে পারে । সম্পূর্ণ ফুলের নিম্নোল্লিপিত ংশগুলি থাকা অত্যাবশ্যকীয় ঃ– (১) পুষ্পকোষ । (২) পুষ্পপতাকা । (৩) কেশরস্তবক । (৪) বীজকোষ। এই চারিটি অংশ কুলে চারিটি থাকে বৃন্তের উপর সজ্জিত পাকে এবং কোন ফুলে এই চারিটি থাকের কোন একটি বা ততোধিক থাক যদি না থাকে তাঙ্গ হইলে ঐ ফুলকে অসম্পূর্ণ বলে। কোন কোন ফুলে কেশরস্তবক থাকে কিন্তু বীজকোষ থাকে না এবং কোন কোন ফুলে বীজকোষ থাকে কিন্তু কেশরস্তবক থাকে না, এরূপ ফুলকে একলিঙ্গীয় ? ফুল বলে। কোন কোন একলিঙ্গীয় ফুলের পুষ্পকোষমাত্র থাকে পুষ্পপতাকা থাকে না এবং কোথাও বা ঐ পুষ্পকোষও থাকে না । এইরূপ ফুলকে অসম্পূর্ণ একলিঙ্গীয় ফুল বলে। ফুলের চারিটি থাকের প্রত্যেকটি কতকগুলি অল্প বিস্তর রূপান্তরিত পত্রের সমষ্টি। কতকগুলি পাপড়ি একত্রিত হইয়া পুষ্পকোষ হয়। এই পাপড়িগুলি রূপান্তরিত পত্র বিশেষ। পুষ্পদলের সমষ্টি পুষ্পপতাকা, এই পুপদলগুলিও রূপান্তরিত পত্র। কেশর গুলিও বিকৃত পত্র বিশেষ এবং বীজকোষ ও তাহাই । ইহারা যে রূপান্তরিত পত্র তাহ পরে প্রমাণ কবিল । এই চারিটি থাকের প্রত্যেকটির নির্দিষ্ট কাৰ্য্য আছে। পুষ্পকোষের কার্য্য - X *I‘f-Complete. & ! *Pi* {–Incomplete. to oftāb-Unisexual.