পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ぐ2 উদ্ভিদ তত্ত্ব । (৩) কেশর স্তবক ঃ---এই থাকটি কয়েকটি কেশরের সমষ্টি । একটি কেশরের দুইটি অংশ আছে তাহ পূৰ্ব্বেই বর্ণীত হইয়াছে—সরু নিম্নাংশের নাম স্বত্র (স, ৭৫ সংছবি ) ও প্রশস্ত এবং স্থল উদ্ধাংশের নাম পরাগকোষ’ ৭৫ সংছবি ৭৬ সংছবি ৭৭ সংছবি ( ব ৭৫ সংছবি )। সাধারণতঃ একটি পরাগকোষের দুইটি গোলাংশ থাকে (প, প ৭৫ সংছবি )। এই দুইটি গোলাংশ স্বত্রের প্রশস্ত উদ্ধাংশের দ্বার পরম্পর সংবদ্ধ থাকে। সূত্রের এই অংশের নাম বন্ধনী” ( ব, ৭৬ সংছবি ) এবং ইহা পরাগকোষের পশ্চাৎ ভাগে দেগিতে পাওয়া যার। এই স্থলে কোন পুষ্পাংশের “সম্মুখ” ও “পশ্চাং” এই দুইটি কথার অর্থ বলিয়া রাখা উচিত। কোন পুষ্পাংশের যে দিক, স্বাভাবিক অবস্থায়, ফুলের ভিতর দিকে ফিরান থাকে সেই দিক্‌কে সেই পুষ্পাংশের “সন্মুখ” বলে এবং বিপরীত দিক্‌কে “পশ্চাৎ” বলে । বদ্ধপুষ্পপতাকা বিশিষ্ট ফুলের কেশরগুলি স্থত্রের কিয়দংশ দ্বারা পুষ্পপতাকার সহিত সংযুক্ত থাকে (৭৭ সংছবি ) এবং মুক্তপুষ্পপতাকা বিশিষ্ট ফুলের কেশর সাধারণতঃ পুষ্পদল হইতে স্বতন্ত্র থাকে। S ol-Filament. 3 | ofatsf0z5f8-Anther o i coffette--Lobe (of anther). 8 i Rist–Connective.