পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । ○> ইহারা আবার ক্রমে সরু হইয়া আসে ও অগ্রভাগে পরাগকোষ দৃষ্ট হয় এবং অবশেষে সম্পূর্ণ কেশরে পরিণত হয়। কোন কোন ফুলে কেবলমাত্র দ্বিতীয় মাত্রাটি ( ১ম, ৯৬ সংছবি ) ছোট না হইয়া বড়ই থাকে এবং কেশর ও বাজকোষ পুষ্পপতাকা হইতে কিছু উদ্ধে থাকে (৯৭ সংছবি ); কিম্বা কোন কোন স্থলে কেবল তৃতীয় মাত্রাটি বড় থাকে—এইরূপ স্থলে বীজকোষ একটি লম্বা বৃন্তের উপর থাকে (অ, ৯৮ সংছবি)। এই পরিচ্ছেদে বলিবার বিষয় সবই সুলভাবে বলা হইয়াছে। এখন দুইটি গাছের মধ্যে প্রভেদ বুঝিতে পারা সুকঠিন নছে—পত্র, পত্রের শিরাবিষ্ঠাস, পত্র-সন্নিবেশ, পুপ, পুপাংশ সমূহের সংখ্যা ইত্যাদির উপর প্রভেদ নির্ভর করে। এই সম্বন্ধে এই গ্রন্থের দ্বিতীয় ভাগে সবিস্তারে কিছু বলিবার ইচ্ছা রহিল।