পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় পরিচ্ছেদ । শিকড় | উদ্ভিদের যে অংশ মাটির ভিতর প্রোথিত থাকে (ভূমধ্যস্থ কাণ্ডবাৰ্তাত— ১৭ পৃষ্ঠা, দ্বিতীয় পরিচ্ছেদ ) তাহাকে শিকড় বলে। উদ্ভিদের বায়ুস্থ অংশ যেরূপ শাখাপ্রশাখা বিস্তার করিয়া থাকে উহার শিকড়ও সেইরূপ শাখাপ্রশাখায় বিভক্ত হইয়া মাটির ভিতর বিস্তৃত থাকে। সাধারণতঃ উদ্ভিদের বায়ুস্থ অংশ যত বড় হয় উহার শিকড় ও তত বড় হয়। শিকড়ের শাখাপ্রশাখা সমূহ পাশ্বোংপন্ন এবং উহার নিম্নগামী, অর্থাং উহার ক্রমাগত মাটির ভিতর নিম্নদিকে প্রবেশ করে । কাণ্ডের পাশ্বোংপন্ন শাখাপ্রশাখা প্রসারণ প্রণালীর দ্যায় শিকড়ের শাখা প্রশাখা প্রসারণ প্রণালী তই প্রকারের - ৯৯ সংছবি