পাতা:উদ্ভিদ্‌ তত্ত্ব.djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদ্ভিদ তত্ত্ব 8 وا ১০০ সংছবি ১০১ সং ছবি। হওয়াকে “কলা” বাহির হওয়া বলে—ইহা ছোলা অঙ্কুরিত হইবার সময় অতি সুন্দরব্ধপে দেখিতে পাওয়া যায় ( ছোলা এক প্রকার ফলের বিচি ) ( ১০১ সংছবি ) । প্রকৃত শিকড় মাটির ভিতর থাকে। কোন কোন উদ্ভিদের কাণ্ডের বায়ুস্থ অংশ হইতেও শিকড় বাহির হয় এবং উহা ক্রমে মাটির ভিতর প্রবেশ করে। এই প্রকার শিকড়কে গৌণমূল’ বলে। ইহা বট গাছে দেখা যায়— কাণ্ড ও ডাল হইতে জটার মত ঝুলিয়া থাকে। এই গৌণমূল মাটির ভিতর প্রবেশ করে ও আয়তনে এত বদ্ধিত হয় যে উহাকে কাগু বলিয়া ভ্রম হয় । শিবপুরে কোম্পানির বাগানে একটি প্রকাণ্ড বটগাছ আছে তাঙ্গার ৫৬২ টি গেণমূল আছে উহাদের প্রত্যেকটিকে কাণ্ড বলিয়া ভ্রম হয়। ঐ গাছটির পরিধি ৯৯৭ ফিটু এবং উহা ১৩৯ বৎসরের। অধিকাংশ লতানে গাছের কাণ্ডের প্রতি গ্রন্থি হইতে গৌণমূল বাহির হয়। Žs cìT#-Adventitious root,